বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহন
এস,এম মুসতাইন,বসুন্দিয়া (যশোর) ঃ বুকভরা বেদনা আর চোখের জল তারই মধ্যে সাধারন মানুষের ভালবাসা,আনন্দ উচ্ছাসে উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে দলীয় নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা বিনিময় নিয়ে স্বামীর চেয়ারে বসলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।স্বামীর চেয়ারে বসতে না বসতেই তিনি বুকফাটা কান্নায় ভেঙ্গে পড়েন। গত ১০ জানুয়ারি রোববার খুলনা কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহনের পর গত ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলাবাসীর দায়িত্বভার গ্রহন করতে আসেন। এই চেয়ারে তার স্বামী বাঘারপাড়ার জনদরদী প্রিয় ব্যাক্তিত্ব বিশিষ্ঠ রাজনীতিবিদ উপজেলা বাসীর চেয়ারম্যান প্রয়াত মোঃ নাজমুল ইসলাম কাজল গত ৭সেপ্টেম্বরের আগে পর্যন্ত বসতেন। নাজমুল ইসলাম কাজল সড়ক দুর্ঘনায় নিহত হওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনটি খালি হয়ে যায় গত কয়েক মাস।উপনির্বাচনের মাধ্যমে স্বামীর অসমাপ্ত উন্নয়নের প্রতিশ্রুতি, জনগনের ভালবাসার টানে ভিক্টোরিয়া পারভীন সাথী আওয়ামীলীগের নৌকা প্রতিকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হন গত ২০২০ সালের ১০ ডিসেম্বর।শফথ গ্রহনের পর প্রথম দিন অনেক আবেগ অনুভুতি নিয়ে কান্নায় অশ্রুসিক্ত অবস্থায় উপস্থিত নেতা-কর্মী সমর্থক,সকল মানুষের সহযোগিতা কামনা করে বলেন ’’গতানুগতিক উন্নয়ন ছেড়ে দিয়ে একটি সৃজনশীল সমাজ,যুগোপযোগি উন্নয়নে বাঘারপাড়াকে এগিয়ে নিতে হবে। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।সেই সাথে বাঘারপাড়া উপজেলা কৃষি নির্ভরশীল,অর্থনীতিতে এগিয়ে নিতে এ ক্ষেত্রতে প্রাধান্য দিতে সবার কাজ করতে হবে।ভিক্টোরিয়া পারভীন সাথী এসব বিষয় নিয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ সহ উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছে সহযোগিতা কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্বা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগন,আওয়ামীলীগ দলীয় সংগঠনের নেতানেতৃ,সামাজিক ব্যাক্তিত্ববৃন্দ।
0 Comments